জামালপুরে লিটনুজ্জামান লিটন নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে শহরের টেনিস ক্লাব মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি জানিয়েছেন।
গ্রেফতার লিটনুজ্জামান লিটন পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ইউনিটের সভাপতির দায়িত্বে আছেন।
জানা গেছে, লিটন ব্যক্তিগত কাজে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে এসেছিলেন। এসিল্যান্ড অফিসে কাজ শেষ করে বের হয়েই গ্রেফতার হন তিনি। জামালপুর সদর থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) খাইরুজ্জামান ফাহিমের নেতৃত্ব পুলিশের একটি দল লিটনুজ্জামানকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন
জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, লিটনুজ্জামানকে জুলাই-আগস্টের ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/টিবি

