মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শাহানাজ বেগম (২২) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শাহানাজ বেগম উমপাড়া এলাকার শাহ আলমের স্ত্রী। তাদের সংসারে দুটি কন্যাসন্তান রয়েছে। শাহানাজ বেগমের বাবার বাড়ি চাঁদপুর জেলায়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উমপাড়ার শাহ আলমের স্ত্রী শাহানাজ বেগম মৃগী রোগে ভুগছিলেন। ঘটনার দিন সকালে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গেলে তিনি ঘাটলা থেকে পানিতে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপন
তবে চিকিৎসা জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহানাজ বেগমকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি/টিবি

