বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ 
প্রকাশিত: ০৬ জানুয়ারি ২০২৬, ০২:০৩ এএম

শেয়ার করুন:

হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে। জব্দকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৪৯ হাজার টাকা।

সোমবার (৫ জানুয়ারি) রাত ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান।


বিজ্ঞাপন


বিজিবি জানায়, সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবি জানতে পারে যে, চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধভাবে গাঁজা প্রবেশ করছে। এই সংবাদের ভিত্তিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘সাতছড়ি চা বাগান’ এলাকায় অবস্থান নেয়।

একপর্যায়ে চোরাকারবারিরা বস্তাভর্তি গাঁজা নিয়ে আসার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পায়। গ্রেফতার এড়াতে তারা বস্তাগুলো ফেলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

জব্দকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে মাদক পাচারের সাথে জড়িত চোরাচালানি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর