হবিগঞ্জের চুনারুঘাট থেকে ২১ কেজি গাঁজাসহ জালাল মিয়া (৪০) নামে এক মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
বিজ্ঞাপন
গ্রেফতার হওয়া জালাল মিয়া জেলার চুনারুঘাট উপজেলার হাফটার হাওর গ্রামের বাসিন্দা।
র্যাব জানায়, এর আগে ,সকালে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানিক দল জেলার চুনারুঘাট উপজেলার সাদ্দাম বাজার এলাকায় অবস্থানকালে গোপন সূত্রে জানতে পারে, হাফটার হাওর এলাকার জালাল মিয়ার ঘরের ভেতর মাদক কারবারি রয়েছে।
ওই সংবাদ পেয়ে অভিযানিক দলটি ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে জালাল মিয়াকে আটক করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে সে জানায়, তার হেফাজতে গাঁজা রয়েছে। তাৎক্ষণিক তার বাড়ি তল্লাশি করে ২১ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। পরে মামলা দায়েরপূর্বক তাকে ও জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে

