বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম

শেয়ার করুন:

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও সহকারী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় অপর একটি ট্রাকের চালক ও হেলপার (সহকারী) নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনোতলা গ্রামের চান মিয়া (৫৫)। নিহত অপর ব্যক্তির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মহাসড়কের পাশে একটি পাথরবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একটি বালুবাহী ট্রাক পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবাহী ট্রাকটির চালক ও সহকারী ঘটনাস্থলেই প্রাণ হারান।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর