বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সেন্টমার্টিনে সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১৬ পাচারকারী আটক

জেলা প্রতিনিধি, কক্সবাজার 
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৮:৩৬ পিএম

শেয়ার করুন:

সেন্টমার্টিনে সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১৬ পাচারকারী আটক

কক্সবাজার ও সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুল্ক-কর ফাঁকি দিয়ে এসব পণ্য মিয়ানমারে পাচারের চেষ্টা করা হচ্ছিল।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন


তিনি জানান, সোমবার (৫ জানুয়ারি) রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার বাঁকখালী মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ফিশিং বোট থেকে আনুমানিক ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪৩০ বস্তা সিমেন্ট ও ১২ বস্তা ইউরিয়া সারসহ ৮ জন পাচারকারীকে আটক করা হয়।

অন্যদিকে, ৪ জানুয়ারি রাত ১০টার দিকে 'অপারেশন কোরাল দ্বীপে' নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ‘কামরুজ্জামান’ সেন্টমার্টিন থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে অভিযান চালায়। সেখান থেকে আনুমানিক ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্টসহ আরও ৮ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত মালামাল, ফিশিং বোট ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর