বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দুমকিতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

জেলা প্রতিনিধি, পটুয়াখালী
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৬:৫৩ পিএম

শেয়ার করুন:

দুমকিতে পাগলা কুকুরের কামড়ে আহত ৩০

পটুয়াখালীর দুমকি উপজেলায় বেওয়ারিশ একটি পাগলা কুকুরের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। 

সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে এ ঘটনা ঘটে। হঠাৎ এ ঘটনায় পুরো উপজেলাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশুও রয়েছে। 


বিজ্ঞাপন


স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে কুকুরটি উপজেলার বিভিন্ন এলাকায় দিগ্বিদিক ঘুরে পথচারী ও বসতবাড়ির আশপাশে থাকা মানুষদের ওপর অতর্কিত হামলা চালায়। কুকুরটির আক্রমণাত্মক আচরণে অনেকেই পালাতে না পেরে কামড়ের শিকার হন। 

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। 

দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. এনামুল হক জানান, সকাল থেকে কুকুরে কামড়ানো রোগীর চাপ বেড়ে গেছে। কিন্তু হাসপাতালে প্রয়োজনীয় র‌্যাবিস ভ্যাকসিন না থাকায় অধিকাংশ রোগীকে পটুয়াখালী সদর হাসপাতালে রেফার করা হয়েছে। 

এদিকে কুকুরটির হামলার খবরে এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। অনেক অভিভাবক নিরাপত্তার আশঙ্কায় শিশুদের ঘর থেকে বের হতে দিচ্ছেন না। 


বিজ্ঞাপন


স্থানীয়দের দাবি, দ্রুত কুকুরটিকে নিয়ন্ত্রণে আনা না হলে আরও মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানা বলেন, ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করা হয়েছে। বেওয়ারিশ কুকুরটিকে আটক করতে ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি টিম মাঠে কাজ করছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি মোকাবিলা করা হচ্ছে। স্থানীয় প্রশাসন ও প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে কুকুরটিকে শনাক্ত ও নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানা গেছে।

তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাবিস ভ্যাকসিন না থাকায় রোগী ও স্বজনদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর