বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
প্রকাশিত: ০৫ জানুয়ারি ২০২৬, ০৪:৫৯ পিএম

শেয়ার করুন:

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দেড় লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বোতলজাত এলপিজি গ্যাস বিক্রয় এবং ক্রেতাদের রসিদ প্রদান না করার অপরাধে দুই পরিবেশককে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা শহরের জরিনা কলেজ ও বেউথা এলাকায় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আসাদুজ্জামান রুমেল।


বিজ্ঞাপন


অভিযান চলাকালে মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ১ লাখ টাকা এবং মেসার্স রাইয়ান ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে আসাদুজ্জামান রুমেল বলেন, ‘সরকার নির্ধারিত দামের বাইরে এলপিজি গ্যাস বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। জনস্বার্থে ও ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। কেউ যদি অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর