বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় পিরোজপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে জেলা কাঁচাবাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
দোয়া মাহফিলে কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ইউনুচ আলী শেখের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জালিস খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, পিরোজপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আহসানুল কবির, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন রিপনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কাঁচাবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মো. শামীম হোসাইন।
মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

