নাটোরে ভেদরার বিল এলাকার একটি পুকুরপাড় থেকে অজ্ঞাত এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নাটোর সদর উপজেলার ভেদরার বিলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
তবে নিহত তরুণীর পরিচয় শনাক্তকরণে পুলিশ কাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার দিকে নাটোর সদর উপজেলার বড়ভিটা ভেদরারবিল এলাকার একটি পুকুরপাড়ে এক তরুণীর রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি, কিছু দুষ্কৃতকারী হত্যার পর ওই তরুণীকে ফেলে গেছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পরিচয় শনাক্তকরণ ও হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

