বগুড়ায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন রেকর্ড।
সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।
বিজ্ঞাপন
তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা ও বাতাসের আর্দ্রতার কারণে জেলাজুড়ে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। দুপুর গড়িয়ে গেলেও অনেক এলাকায় সূর্যের দেখা মিলছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষ ও ছিন্নমূলরা।
শীত নিবারণে সড়কের পাশে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা যাচ্ছে। পেটের তাগিদে বাইরে বের হওয়া মানুষগুলো পড়েছেন চরম দুর্ভোগে।
এ বিষয়ে বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম বলেন, ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সন্ধ্যার পর থেকে তাপমাত্রা আরও কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এসএস

