সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গাজীপুরে বেশি দামে এলপিজি বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি, গাজীপুর
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৯:১০ পিএম

শেয়ার করুন:

গাজীপুরে বেশি দামে এলপিজি বিক্রি, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগে গাজীপুরের শ্রীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এসময় ৫টি প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন শ্রীপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।


বিজ্ঞাপন


তিনি বলেন, নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ও সরবরাহের দায়ে দুইজন খুচরা ব্যবসায়ী এবং তিনজন ডিলারকে মোট ৮৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসময় তিনি আরও বলেন, সরকার নির্ধারিত দামের বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন অনিয়ম না করার নির্দেশনা দেওয়া হয়।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর