সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

চাঁদপুর মাছঘাট থেকে ৮ মণ জাটকা জব্দ

জেলা প্রতিনিধি, চাঁদপুর
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৮:৩৫ পিএম

শেয়ার করুন:

চাঁদপুর মাছঘাট থেকে ৮ মণ জাটকা জব্দ

মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশনের আওতায় চাঁদপুর জেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড চাঁদপুর যৌথ অভিযান চালিয়ে মাছঘাট এলাকা থেকে ৩৫০ কেজি (৮.৭৫মণ) জাটকা জব্দ করেছে।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।


বিজ্ঞাপন


তিনি বলেন, কম্বিং অপারেশন উপলক্ষে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড ভোর ৫টা থেকে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর মাছঘাট থেকে ৩৫০ কেজি জাটকা জব্দ করা হয়। কেউ জাটকার মালিক দাবী না করায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে বিকেলে জব্দকৃত জাটকা কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ৪টি ধাপে এই অপারেশন আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর