সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ১৩ জেলেকে উদ্ধার

জেলা প্রতিনিধি, কক্সবাজার
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

গভীর সমুদ্রে ডাকাতের কবল থেকে ১৩ জেলেকে উদ্ধার

কক্সবাজারের মহেশখালীর পশ্চিম গভীর সমুদ্রে ডাকাতের কবলে পড়া একটি ফিশিং বোট থেকে ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন


তিনি জানান, গত শনিবার (৩ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে মহেশখালী উপকূল থেকে পশ্চিম গভীর সমুদ্রে অবস্থানকালে 'এফ বি আল্লাহর দান-২' নামের একটি ফিশিং বোট ডাকাতির শিকার হয়। এ সময় ডাকাতদল বোটে থাকা মাছ, জাল, খাবারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম লুট করে নিয়ে যায় এবং বোটটি সমুদ্রে ভাসমান অবস্থায় রেখে পালিয়ে যায়।

আরও পড়ুন

সমুদ্রপথে অবৈধভাবে বিদেশ যাত্রাকালে ২৭৩ জন আটক

পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে বিষয়টি বাংলাদেশ কোস্ট গার্ডকে অবহিত করা হয়।

খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালীর একটি উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ডাকাতের কবলে পড়া ১৩ জন জেলেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় গুরুতর আহত দুই জেলেকে উন্নত চিকিৎসার জন্য বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।


বিজ্ঞাপন


উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ করা হয় এবং ফিশিং বোটসহ তাদের মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, উপকূল ও গভীর সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার ও নিরাপত্তামূলক অভিযান অব্যাহত রাখবে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর