ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি সংসদীয় আসনে দায়েরকৃত ৩৫টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে সকল স্বতন্ত্র প্রার্থীসহ ১২টি মনোনয়নপত্র বাতিল ও ১টি মনোনয়ন স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।
রোববার (৪ জানুয়ারি) সকালে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের কার্যালয়ে যাচাই বাছাই কার্যক্রম শেষে এ ফলাফল ঘোষণা করা হয়।
বিজ্ঞাপন
এতে ফেনী-১ আসনে ১০ প্রার্থীর মাঝে ১ জন স্থগিত, ৩ জন বাতিল ও ৬ জনকে বৈধ ঘোষণা করা হয়। একইভাবে ফেনী-২ আসনের ১৪ টি মনোনয়নপত্র যাচাই বাছাই করে ৫টি মনোনয়নপত্র বাতিল ও ৯টি বৈধ ঘোষণা করা হয়। ফেনী-৩ আসনে ১১টি মনোনয়নের মাঝে ৪টি বাতিল ও ৭টি গৃহিত হয়।
মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম বিশ্লেষণ করে দেখা যায়, ফেনীর তিনটি সংসদীয় আসনে ৬ জন প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দায়ের করেন। যাচাই-বাছাই শেষে তাদের সকলের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। তন্মধ্যে ফেনী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন ভূঁইয়া, ফেনী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব নবী ভূঁইয়া মো. ইসমাইল ও এসএম হুমায়ুন কবির পাটোয়ারী, ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী খালেদ মাহমুদের দায়েরকৃত মনোনয়নপত্রে ১% ভোটারের সাক্ষর কম হওয়া এবং যথাযথ না হওয়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ফেনী-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহবুবুল হক রিপনের ১% ভোটারের সমস্যা ও ঠিকাদারি প্রকল্প চলমান থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয়।
সুজন- সুশাসনের জন্য নাগরিক ফেনীর সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে মোট ভোটারের এক পার্সেন্ট ভোটারের স্বাক্ষর মনোনয়নপত্রের সাথে জমা দিতে হয়। এটি অত্যন্ত দুরুহ এবং কষ্টকর বিষয়। ফেনীর তিনটি সংসদীয় আসনের সকল স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের খবরটি আসলেই দুঃখজনক বিষয়। প্রার্থী হওয়ার ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের আরও বেশি সতর্ক হওয়ার আহ্বান জানান সুজনের এ নেতা।
প্রতিনিধি/ এজে

