পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামে মহিষের লড়াই দেখতে রোববার (৪ জানুয়ারি) ভোর থেকেই হাজারও মানুষের ভিড় জমে ওঠে।
লড়াইয়ের জন্য বিশাল দেহের দুটি বলি মহিষ নিয়ে আসেন মালিক মজিবর ফকির ও সোহেল মিরা। দূর-দূরান্ত থেকে উৎসুক জনতা এই লড়াই দেখার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন।
বিজ্ঞাপন
স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজন করা হলেও লড়াই শুরুর আগেই প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ করে দেওয়া হয়।
প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর ৬ ধারা অনুযায়ী কোনো প্রাণীকে লড়াই করার জন্য উত্যক্ত বা প্ররোচনা করা সম্পূর্ণ নিষিদ্ধ।
বিষয়টি নজরে আসার পর এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ এবং উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন। পরে তারা ঘটনাস্থলে পৌঁছে মহিষের লড়াই বন্ধ ঘোষণা করেন। এতে লড়াই দেখতে আসা হাজারও মানুষ হতাশ হয়ে ফিরে যান।
বিজ্ঞাপন
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদিক বলেন, কোনো প্রাণীর লড়াই প্রাণীর প্রতি নিষ্ঠুরতার শামিল। তাই আইন অনুযায়ী লড়াইটি বন্ধ করে দেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এ ধরনের আয়োজন করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল ও প্রাণিপ্রেমীরা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রাণীর প্রতি নিষ্ঠুরতা বন্ধে নিয়মিত নজরদারি ও আইন প্রয়োগ আরও জোরদার করা প্রয়োজন।
প্রতিনিধি/এসএস

