আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ২টি আসনে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এ নিয়ে দিনাজপুরের ৬টি আসনে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু হওয়ার তাঁর মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বাছাইয়ের শেষ দিনে দিনাজপুর-৫ আসন ও দিনাজপুর-৬ আসনের ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই করা হয়।
বিজ্ঞাপন
এর মধ্যে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ঋণ খেলাপির দায়ে আমজনতার দলের প্রার্থী মো. ইব্রাহিম আলী মন্ডলের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া অন্য ৯ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এদিকে দিনাজপুন-৬ (বিরামপুর- হাকিমপুর- নবাবগঞ্জ-ঘোড়াঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহনেওয়াজ ফিরোজ শাহ ও অপর স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহর মনোনয়নপত্রে স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের দাখিলকৃত তালিকায় স্বাক্ষরের গড়মিল থাকায় এ দুই প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া এ আসনে বিএনপির এ জেড এম জাহিদ হোসেন ও জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলামসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
এর আগে শুক্রবার ২ জানুয়ারি বাছাইয়ের প্রথম দিনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে ১জনের মনোনয়ন বাতিল, দ্বিতীয় দিন শনিবার ৩ জানুয়ারি দিনাজপুর-৩ (সদর) আসনে দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়ন বাতিল করা হয়। মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্রটি স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ৬টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর ৪৮টি মনোনয়ন জমা দেন প্রার্থীরা। বাছাইয়ে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজনে স্থগিত করা হয়। আর ৪৩ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
বিজ্ঞাপন
প্রতিনিধি/ এজে

