বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) সকালে মোরেলগঞ্জ পৌর পার্কে উপজেলা বিএনপির আয়োজনে শান্তিপূর্ণ পরিবেশে এ কর্মসূচি পালন করা হয়।
বিজ্ঞাপন
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাট-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী বাবু সোমনাথ দে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক আপসহীন নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তার সাহসী ভূমিকা জাতি চিরদিন স্মরণ করবে।
তিনি আরও বলেন, দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও সংসদীয় গণতন্ত্রকে সুদৃঢ় করতে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তার রাজনৈতিক জীবন ছিল ত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমে পরিপূর্ণ।
![]()
বিজ্ঞাপন
প্রধান অতিথি তার আরেক বক্তব্যে বলেন, আজকের এই দোয়া অনুষ্ঠান শুধু স্মরণ নয়, বরং তার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার শপথ নেওয়ার দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান এবং মোরেলগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল মজিদ জব্বার। তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস

