সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেফতার ২

জেলা প্রতিনিধি, দিনাজপুর
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৬ পিএম

শেয়ার করুন:

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপি নেতাসহ গ্রেফতার ২

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় এক বাড়িতে রাতে চাঁদাবাজি করতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসান (৩০)-সহ ২ জনকে আট করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


রোববার (৪ জানুয়ারি) সকালে বারেয়া গ্রামের মৃত সাকুরা রাম রায়ের ছেলে সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজীর এজাহার দায়ের করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বোচাগঞ্জ উপজেলার ধনতলা (কলেজ রোড) এলাকার মৃত শমসের আলীর ছেলে এম এ তাফসীর হাসান (৩৩) ও ভরড়া গ্রামের আব্দুল করিমের ছেলে মঞ্জুর আলম (৩৬)। গ্রেফতারকৃত এম এ তাফসীর হাসান এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারীর ও জেলার যুগ্ম সদস্য সচিব দায়িত্ব পালন করছেন।

এজাহার সূত্রে জানা যায়, শনিবার রাত ৮টার দিকে বাদী ও তার পরিবারের সদস্যরা খাবার শেষে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টার দিকে অভিযুক্তরা লোহার পাইপ ও স্টিলের তৈরি লাঠি হাতে নিয়ে বাড়ির সামনে এসে ডাকাডাকি শুরু করে। পরে তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দিয়ে বাড়ির গেট খুলতে বাধ্য করে।

গেট খুলতেই অভিযুক্তরা বাড়িতে ঢুকে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজাখুঁজি শুরু করে এবং ঘরের আসবাবপত্র এলোমেলো করে ফেলে।


বিজ্ঞাপন


পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে অভিযুক্তরা বলেন, তোর স্বামীকে বের করে দে। না দিলে তোর ট্রাংকের চাবি দে। নইলে তোমাদের সবাইকে মেরে ফেলবো।

এসময় পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযুক্তদের ভয়ভীতিতে বাড়ির লোকজন চিৎকার শুরু করলে আশপাশের স্থানীয়রা ছুটে এসে দুইজনকে হাতেনাতে আটক করে। তবে তাদের সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়। পরে আটক দুইজনকে স্থানীয়রা বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।

বোচাগঞ্জ থানার ওসি মো. মিজানুর রহমান ব‌লেন, রাতে তাদের স্থানীয়রা থানায় সোপর্দ করেছে। এ ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি লোহার রড জব্দ করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর