ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনে দায়েরকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) ফেনী জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মনিরা হকের নেতৃত্বে ৩টি আসনে দায়েরকৃত ৩৫টি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ২২ জনের মনোনয়নপত্র বৈধ ও ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
এসময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফেনী-১ আসনে তাঁর মনোনয়নপত্রটি স্থগিত ঘোষণা করা হয়। এছাড়াও ফেনী-১ আসনে ৩ জন, ফেনী-২ আসনে ৫ জন ও ফেনী -৩ আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাকী ২২ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
প্রার্থীতা বৈধ হওয়ায় ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু, ফেনী-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, ফেনী-৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডাক্তার ফখরুদ্দিন মানিক প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতিনিধি/ এজে

