সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

কু‌ষ্টিয়ার ৪টি আসনে ৬ প্রার্থীর ম‌নোনয়নপত্র বা‌তিল

জেলা প্রতিনিধি, কু‌ষ্টিয়া
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০২:৪১ পিএম

শেয়ার করুন:

কু‌ষ্টিয়ার ৪টি আসনে ৬ প্রার্থীর ম‌নোনয়নপত্র বা‌তিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে কু‌ষ্টিয়া জেলার ৪টি আসনে ৩৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হো‌সেন তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর বাতিল করেন।


বিজ্ঞাপন


এ সময় সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো.মাহবুবুর রহমান উপ‌স্থিত ছি‌লেন। বাতিল হওয়া বে‌শিরভাগ স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মনোনয়নপত্রের হলফনামায় ও এক শতাংশ ভোটারের সমর্থনের স্বাক্ষরে ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়ে‌ছে।

সকাল ১০টা থে‌কে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শুরু হওয়া বাছাইয়ে কু‌ষ্টিয়া-১ (দৌলতপুর), কু‌ষ্টিয়া-২ (মিরপুর-‌ভেড়ামারা) ও কু‌ষ্টিয়া-৪ (কুমারখালী-‌খোকসা) আসনের ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

আরও পড়ুন

সিরাজগঞ্জ-২: বিএনপি নেতা টুকুর চেয়ে ৫ গুণ বেশি সম্পদ স্ত্রীর

এছাড়া কুষ্টিয়া-৩ আস‌নে সব প্রার্থীর ম‌নোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


এরমধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উপ‌জেলা বিএন‌পির সা‌বেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান ও জাতীয় সমাজতা‌ন্ত্রিক দলের-‌জেএস‌ডি গিয়াস উদ্দিন। কু‌ষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক।

কু‌ষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, উপ‌জেলা বিএন‌পির সভাপ‌তি নুরুল আনসার ও বাংলা‌দেশ সুপ্রিম পার্টির (বি.এস.পি) খাইরুল ইসলাম।

WhatsApp_Image_2026-01-04_at_2.04.46_PM

কু‌ষ্টিয়া জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হো‌সেন জানান, কু‌ষ্টিয়ার ৪‌টি আস‌নে ৩৩ জন প্রার্থীর ম‌ধ্যে ৬ জ‌নের মনোনয়নপত্র বাতিল হ‌য়ে‌ছে। বি‌শেষ ক‌রে স্বতন্ত্র প্রার্থী‌দের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। ত‌বে ম‌নোনয়নপত্র বা‌তিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর