সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাস হত্যা মামলায় আটক ৩

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

শরীয়তপুরে ব্যবসায়ী খোকন দাস হত্যা মামলায় আটক ৩
নিহত ব্যবসায়ী খোকন চন্দ্র দাস।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ব্যবসায়ী খোকন চন্দ্র দাসকে কুপিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এই মামলায় তিন আসামিকে আটক করেছে র‍্যাব।

রোববার (৪ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জে পৃথক অভিযানে র‍্যাব-১৪–এর একটি দল তাদের আটক করে।


বিজ্ঞাপন


আটক ব্যক্তিরা হলেন- ডামুড্যা উপজেলার সোহাগ খান (২৭), রাব্বি মোল্যা (২১) ও পলাশ সরদার (২৫)। র‍্যাব জানায়, ঘটনার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়।

র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, আটক তিনজনকে কিশোরগঞ্জ থেকে মাদারীপুরে র‍্যাব ক্যাম্পে আনা হচ্ছে। বিকেলে সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে গ্রেফতার ও মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন

মোহনগঞ্জে সালিশ বৈঠকে হামলা, বিএনপি নেতাসহ আহত ২

উল্লেখ্য, গত বুধবার রাতে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকন চন্দ্র দাসের ওপর নৃশংস হামলা চালায় দুর্বৃত্তরা। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করার পর শরীরে পেট্রলজাতীয় দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।


বিজ্ঞাপন


স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।

এই মর্মান্তিক ঘটনার পর ডামুড্যা উপজেলাজুড়ে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান চলমান।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর