বাগেরহাটের মোরেলগঞ্জ সেলিমাবাদ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও একজন অভিভাবক সদস্যকে কলেজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) কলেজ একাডিমিক ভবনের সামনে এক সভায় এমন ঘোষণা দেন কলেজ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহবায়ক অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল। সভায় সংগ্রাম পরিষদের নেতা অ্যাড. খান ইসকান্দার আলী ও বিএনপি নেতা শরীফ মোস্তফা জামান লিটু বক্তৃতা করেন।
বিজ্ঞাপন
বক্তৃতায় তারা বলেন, বিশেষ কোনো ব্যক্তির পছন্দ অনুযায়ী কয়েক মাস পূর্বে বহিরাগত লোকদের নিয়ে কলেজ পরিচালনা পর্ষদ বা কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে ওই কমিটির সভাপতি পরিবর্তনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। যা বর্তমানে তদন্তাধীন আছে। এ অবস্থায় কলেজ সভাপতি মো. শাহ আলম ফরাজী গোপনে কয়েকজন লোক নিয়ে কলেজে সভা করেছেন। আজ থেকে শাহআলম ফরাজী ও অভিভাবক সদস্য মো. সবুর তালুকদারকে কলেজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করো হলো। তারা আর কলেজে প্রবেশ করতে পারবেন না।
এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুল ইসলাম বলেন, কলেজ বন্ধ থাকা অবস্থায় আজ মাঠে স্থানীয়রা একটি সভা করেছেন বলে শুনেছি। তবে কি বিষয়ের ওপর করেছেন তা জানা নেই।
প্রতিনিধি/টিবি

