ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নদীতে পড়েছে। এ ঘটনায় দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে ঝিনাইদহ -কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজে এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে যশোর থেকে একটি ডালবোঝাই ট্রাক পাবনা যাচ্ছিলো। রাত ১টার দিকে ট্রাকটি গাড়াগঞ্জ এলাকার বড়দাহ পুরাতন ব্রিজের ওপর এলে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে কুমার নদে পড়ে যায়। খবর পেয়ে শৈলকুপা ও ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার কাজ শুরু করে। আজ রোববার (৪ জানুয়ারি) ভোরে মুবারক হোসেন ও সকাল ৮টার দিকে চালক সোহেল শেখের লাশ উদ্ধার করা হয়। তাদের বাড়ি পাবনা সদর উপজেলার গাজামানিকুন্ডা গ্রামে।
বিজ্ঞাপন
শৈলকূপা থানার ওসি হুমায়ন কবির জানান, রাতে ঘটনা শোনার পর থেকেই উদ্ধার অভিযান চালানো হয়। ট্রাকের হেল্পার মুবারক হোসেনের লাশ উদ্ধার করা হয় ভোরের দিকে। এবং আজ সকালে চালকের লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
প্রতিনিধি/টিবি

