বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেফতারের প্রতিবাদে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সংগঠনটি।
শনিবার (৩ জানুয়ারি) রাতে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে পৃথক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে কঠোর কর্মসূচিরও ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বিজ্ঞাপন
ফেসবুক পোস্টে বলা হয়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে এক ঘণ্টার মধ্যে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
এর কিছুক্ষণ আগে পৃথক আরেকটি পোস্টে বলা হয়, হবিগঞ্জ জেলার পুলিশ সুপার ইয়াসমিন খাতুন আনুষ্ঠানিকভাবে ওসিকে হুমকি দেওয়া এবং নির্বাচনী পরিবেশ নষ্ট হওয়ার আশঙ্কাসহ নানা অস্পষ্ট ও অযৌক্তিক কারণ দেখিয়ে মাহদী হাসানকে গ্রেফতারের কথা স্বীকার করেছেন।
বিজ্ঞাপন
পোস্টে আরও বলা হয়, জুলাই যোদ্ধা মাহদী হাসানকে অযৌক্তিকভাবে গ্রেফতারের দায়ে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
উল্লেখ্য, শায়েস্তাগঞ্জ থানায় বসে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময়ের এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। এরপর শনিবার সন্ধ্যায় মাহদী হাসানকে গ্রেফতারের করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
প্রতিনিধি/টিবি

