সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বরিশালে মাদরাসায় আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি, বরিশাল
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০৭:০৯ এএম

শেয়ার করুন:

বরিশালে মাদরাসায় আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
ফাইল ছবি

বরিশাল নগরীর উপকণ্ঠ সফিমিয়ার গ্যারেজ এলাকায় আগুনে একটি মাদরাসা পুড়ে গেছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন


বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা সামসুল হুদা রিপন জানান, সফিমিয়ার গ্যারেজ এলাকার মজনু মেম্বরের একটি আধা-পাকা টিনসেট ভবন ভাড়া নিয়ে মদিনাতুল উলুম নুরানিয়া ও হাফিজিয়া মাদরাসা এতিম খানা ও লিল্লাহ বোডিং পরিচালনা করা হয়। মাদরাসায় ৫০ জন আবাসিক শিক্ষার্থী রয়েছে। আসরের নামাজ আদায় করতে শিক্ষার্থীরা মসজিদে যায়। এসময় হঠাৎ করে ভবনে আগুন ধরে যায়। আগুনে পুরো ভবনটি পুড়ে গেছে।


বিজ্ঞাপন


বরিশাল সদর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে তারা ঘটনাস্থলে গিয়েছেন। তাদের দুইটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত না করে বলা যাবে না।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর