সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

খুলনায় ট্রাকের ধাক্কায় ফোন ব্যবসায়ী নিহত

জেলা প্রতিনিধি, খুলনা
প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২৬, ০২:০০ এএম

শেয়ার করুন:

খুলনায় ট্রাকের ধাক্কায় ফোন ব্যবসায়ী নিহত

খুলনার জয়বাংলা মোড়ে ট্রাকের ধাক্কায় বাবুল হোসাইন(৩৫) নামে এক ফোন ব্যাবসায়ী নিহত হয়েছেন। শনিবার (০৩ জানুয়ারি) রাত ৯ টার দিকে মোটরসাইকেল যোগে খুলনার দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি খুলনার কয়রা উপজেলার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা ওজিয়ার মোল্লার ছেলে।

নিহত বাবুল হোসাইন কয়রা উপজেলার মোমিন সুপার মার্কেটের মোবাইল ফোন ব্যবসায়ী আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজের মালিক।


বিজ্ঞাপন


দোকানের কর্মচারী সুজন জানান, কয়রা থেকে আজই তিনি মোটরসাইকেল যোগে খুলনা যাচ্ছিলেন। খুলনায় বাইক রেখে তার ব্যবসায়িক কাজে ঢাকায় যাওয়ার কথা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা তার নিহত হওয়ার খবর পাই।

হরিণটানা থানার তদন্ত কর্মকর্তা জানান, শনিবার রাত ৯ টার দিকে কয়রা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বাবুল হোসাইন। মোটরসাইকেলে খুলনা জয় বাংলা মোড় খুলনা বাইপাস সড়কে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর