মাদারীপুরের ডিসি বিজ্র এলাকার একটি দোকানের মিষ্টি খেয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১২ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ আছে, নষ্ট মিষ্টি বিক্রির কারণেই এই অসুস্থতার ঘটনা ঘটেছে। ঘটনাটি শুক্রবার দুপুরে ঘটলেও শনিবার সন্ধ্যার পর বিষয়টি জানাজানি হয়।
জানা যায়, মাদারীপুর শহরের ডিসি বিজ্র এলাকার একটি মিষ্টির দোকানী শহরের পুরাতন কোর্ট এলাকার আদি সাতক্ষীরা ঘোষ ডেইরি থেকে মিষ্টি কিনে এনে বিক্রি করেন। সেখানে বসে শুক্রবার সন্ধ্যায় কয়েকজন যুবক একসঙ্গে মিষ্টি খান। এতে যোগ দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ। মিষ্টি খাওয়ার কিছু সময় পর একে একে তাদের শরীরে অসুস্থতার লক্ষণ দেখা দেয়। পেটে ব্যথা, বমি, মাথা ঘোরানোসহ দুর্বলতায় শুরু হয় তাদের। পরিস্থিতি খারাপ হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। বিষয়টি জানাজানি হলে পুরো শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
ভুক্তভোগী অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, ‘১৫ জন একসঙ্গে মিষ্টি খাই। এরমধ্যে ১২ জনই অসুস্থ হয়ে পরি। পঁচা মিষ্টি বিক্রির কারণে এ ঘটনা। দোকানদারের বিচার হওয়া উচিত।’
আরেক ভুক্তভোগী মিলন মুন্সি বলেন, ‘আমরা ভালো দোকান ভেবেই মিষ্টি খেয়েছিলাম। কিন্তু মিষ্টি খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। চিকিৎসা নিতে হয়েছে। এর বিচার চাই।’
ডিসি ব্রিজ এলাকার দোকানী সনজিৎ জানান, আমি দীর্ঘদিন ধরে পুরাতন কোর্ট এলাকার আদি সাতক্ষীরা ঘোষ ডেইরি থেকে মিষ্টি এনে বিক্রি করি। তারা যেই মিষ্টি দেয়, আমি সেটাই বিক্রি করি। এখানে ভালোমন্দ আমার কী করার আছে?
আদি সাতক্ষীরা ঘোষ ডেইরি পরিচালক সমারেশ ঘোষ জানান, ‘এখানে সুনামের সাথে টাটকা মিষ্টি বিক্রি করা হয়। কিন্তু ডিসিব্রিজের ঘটনা, কিভাবে হলো সেটা বুঝতে পারছি না। কোন মিষ্টি নষ্ট হলে, আমরা ফেলে দেই, সেটা বিক্রি করি না।’
বিজ্ঞাপন
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। পঁচা ও মানহীন মিষ্টি বিক্রি করলে দোকানদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

