কক্সবাজারের টেকনাফে নাফ নদী সীমান্তে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মাদক পাচারের একটি বড় চেষ্টা ভেস্তে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (৩ জানুয়ারি) ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
বিজিবি সূত্র জানায়, মিয়ানমারের মংডু এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশের গোপন তথ্যের ভিত্তিতে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ আশিকানিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে থার্মাল ক্যামেরার মাধ্যমে নাফ নদীতে একটি নৌকায় চারজন ব্যক্তিকে বাংলাদেশের দিকে আসতে দেখা যায়। এ সময় বিজিবির টহলদল নৌযান নিয়ে তাদের আটক করতে এগিয়ে গেলে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে নাফ নদীতে ভাসমান অবস্থায় বিশেষ কায়দায় মোড়ানো চারটি পলিব্যাগ উদ্ধার করা হয়। পলিব্যাগগুলো থেকে মোট ২ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পাচারকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এবিষয়ে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, সীমান্তে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মানব ও মাদকপাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।
বিজ্ঞাপন
প্রতিনিধি/এজে

