সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

সুনামগঞ্জের ৫টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ২৬

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম

শেয়ার করুন:

সুনামগঞ্জের ৫টি আসনে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ২৬

সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনে যাচাই-বাছাই শেষে ৩৯ জন প্রার্থীর মধ্যে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস মিয়া এই মনোনয়ন ফরম যাচাই বাছাই করে ৩৯ জন প্রার্থীর মধ্যে ১৩ প্রার্থীর মনোনয়ন ফরমে বিভিন্ন অসঙ্গতি থাকায় তাদের মনোনয়ন ফরম বাতিল করা হয়।


বিজ্ঞাপন


জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে বিএনপি, মনোনয়ন বঞ্চিত বিএনপির বিদ্রোহী প্রার্থী, জাতীয় পার্টি, জামায়াত ইসলামী, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, স্বতন্ত্রসহ ৩৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

তারমধ্যে সুনামগঞ্জ-১ আসনে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে যাচাই বাছাই শেষে সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির দুই প্রার্থী আনিসুল হক ও কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী তোফায়েল আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরীর মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়। এছাড়াও  বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির প্রার্থী মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মখলেছুর রহমানের মনোনয়ন ফরম বাতিল করা হয়।

সুনামগঞ্জ-২ আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলে তারমধ্যে বিএনপির দুই মনোনীত প্রার্থী নাসির উদ্দীন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী পাভেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির, খেলাফত মজলিসের প্রার্থী মো. সাখাওয়াত হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিরঞ্জন দাসের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।  এছাড়াও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঋতেশ রঞ্জন দেবের মনোনয়ন বাতিল করা হয়েছে।

এদিকে, সুনামগঞ্জ-৩ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেও তারমধ্যে বিএনপির মনোনীত প্রার্থী মোহাম্মদ কয়ছর আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী'র প্রার্থী ইয়াসিন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ শাহিনূর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী মো.আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের প্রার্থী শেখ মুশতাক আহমদের মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে।  এছাড়াও বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী  মাহমুদ আলী, এবি পার্টির প্রার্থী সৈয়দ তালহা আলম, স্বতন্ত্র প্রার্থী মো.মাহফুজুর রহমান খালে (তুষার) মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে।


বিজ্ঞাপন


আরও পড়ুন

কুমিল্লার ১১টি আসনে ৩১ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, বৈধ ৭৬

এছাড়াও সুনামগঞ্জ-৪ আসনে ৯ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলে তাদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী নূরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো.সামছ উদ্দিন,  জাতীয় পার্টির প্রার্থী নাজমুল হুদা, স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত শহীদুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী আজিজুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবিদুল হক, খেলাফত মজলিসের প্রার্থী আমিরুল হক ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি এল.ডি.পির প্রার্থী মাহফজুর রহমানের মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে।

এদিকে, সুনামগঞ্জ-৫ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেও তারমধ্যে বিএনপির মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম, স্বতন্ত্র প্রার্থী মো.মিজানুর রহমান চৌধুরী, খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির, ন্যাশনাল পিপলস পার্টির মো. আজিজুল হকের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও বাতিল করা হয়েছে জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রার্থী মোহাম্মদ মুশাহিদ আলী, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয়।

সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, সুনামগঞ্জে নির্বাচনে অংশ নেওয়ার জন্য ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলে তাদের মধ্যে ১৩ জন প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে এবং ২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর