সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

দুর্বৃত্তদের গুলিতে নিহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে অমিত

জেলা প্রতিনিধি, যশোর
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম

শেয়ার করুন:

দুর্বৃত্তদের গুলিতে নিহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে অমিত
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

আজ শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় দুর্বৃত্তদের গুলিতে নিহত আলমগীরকে দেখতে যশোর সদর হাসপাতালে গেছেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি হাসপাতালে আলমগীরের স্বজনদের সঙ্গে কথা বলেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সান্ত্বনা প্রকাশ করেন।


বিজ্ঞাপন


এ সময় উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসনামলেও পরিকল্পিতভাবে বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হয়েছে। একই কায়দায় বর্তমান সরকারের আমলেও বিএনপি নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে যা নিন্দনীয় ও গণতন্ত্রবিরোধী। তিনি বলেন, রাজনৈতিক ভিন্নমতের কারণে এ ধরনের সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আরও পড়ুন

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

তিনি আরও বলেন, এ ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের জোর দাবি জানান।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় সাবেক কাউন্সিলার নয়নের অফিসের সামনে দুর্বৃত্তরা আলমগীরকে মাথায় গুলি করে হত্যা করে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রম শুরু করেছে বলে জানানো হয়েছে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর