ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থিতা যাচাই-বাছাইয়ের নির্ধারিত দিনে নরসিংদী-১ (সদর), নরসিংদী-৩ শিবপুর ও নরসিংদী-৫ (রায়পুরা) সংসদীয় আসনে ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র সাময়িক স্থগিত করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) নির্ধারিত দিনে শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় প্রার্থিতা যাচাই-বাছাইয়ে এ স্থগিত আদেশ দেওয়া হয়।
বিজ্ঞাপন
যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে-
নরসিংদী-১ (সদর) আসনে বাংলাদেশ গণঅধিকার পরিষদের শিরিন আক্তার শেলী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন।
নরসিংদী-৩ শিবপুর আসনে আবদুল মান্নান ভুঁইয়া পরিষদ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী আরিফ উল ইসলাম মৃধা, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ওয়ায়েজ হোসেন ভূইয়া, গণফোরাম মনোনীত প্রার্থী জগলুল হায়দার আফ্রিক, জনতার দল মনোনীত প্রার্থী এনামুল হক।
নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান ও স্বতন্ত্র থেকে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর দুটি আসনে কার্যবিধি অনুযায়ী আজ (শনিবার) প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম পরিচালিত হয়। আবেদনপত্রের শর্ত পূরণ না হওয়ায় তিন আসনে নয়জনের মনোনয়ন সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে তারা আপিল কার্যক্রমে অংশ নিতে পারবেন।
এর আগে জমাদানের শেষ দিন পর্যন্ত ২৯ ডিসেম্বর নরসিংদীর-১ সদর আসনে ৮ জন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে ১০ জন এবং রায়পুরা আসনে ১১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
প্রতিনিধি/এসএস

