সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

নেত্রকোনায় বাবর ও তার স্ত্রীসহ ২০ জনের মনোনয়ন বৈধ

জেলা প্রতিনিধি, নেত্রকোনা
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম

শেয়ার করুন:

নেত্রকোনায় বাবর ও তার স্ত্রীসহ ২০ জনের মনোনয়ন বৈধ

য়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেত্রকোনার ৫টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। বাছাইকালে ৫ জনের স্থগিত, ৫ জনের বাতিল ও ২০ জনের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়।

হেভিওয়েট প্রার্থী নেত্রকোনা-৪ আসনে বিএনপির মনোনীত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও নেত্রকোনা-১ আসনে বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদারের প্রার্থীতা স্থগিত করা হয়।


বিজ্ঞাপন


জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শনিবার (৩ জানুয়ারী) সকাল থেকেইে শুরু হয় বাছাইয়ের কাজ। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান উপস্থিত থেকে যাচাই-বাছাই করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সূত্রে জানা যায়, নেত্রকোনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী সাবেক এমপি গোলাম রব্বানী, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন খান শান্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত প্রার্থী আলকাছ উদ্দীন মীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল মান্নান-এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বাতিল করা হয়েছে সমাজতান্ত্রিক দলের মো. বেলাল হোসেন ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা মো. লুৎফুর রহমান খান ডিপটির মনোনয়নপত্র।

নেত্রকোনা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক এনামুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. আব্দুল কাইয়ুম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবিএম রফিকুল হক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মো. ফাহিম রহমান খান পাঠান-এর মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


মনোনয়ন ফরম বাতিল করা হয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব গাজী মুহাম্মদ আব্দুর রহীম রুহীর। স্থগিত রাখা হয়েছে ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মো. শরীফ উদ্দিনের মনোনয়ন ফরম।

নেত্রকোনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক খায়রুল কবীর নিয়োগী-এর মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করা হয়েছে। স্থগিত রাখা হয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আবুল হোসেন তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. জাকির হোসেন, ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শাসছুদ্দোহার।

নেত্রকোনা-৪ আসনের হেভিওয়েট প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধতা ঘোষণা করা হয়েছে।

তবে লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী মীর্জা হায়দার আলী জানিয়েছেন, তাহমিনা জামান শ্রাবণীর মনোনয়ন প্রত্যাহার করা হবে। এছাড়াও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আল হেলাল তালুকদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. মোখলেছুর রহমানের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। স্থগিত রাখা হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী জলি তালুকদারের প্রার্থীতা। বাতিল করা হয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী চম্পা রাণী সরকারের প্রার্থিতা।

নেত্রকোনা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার, খেলাফত আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী জেলা শাখার আমির মো. নূরুল ইসলাম হাকিমি। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মাসুম মোস্তফার প্রার্থীতা স্থগিত ও বাতিল করা হয়েছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ওয়াহিদুজ্জামান তালুকদার আজাদ এর মনোনয়নপত্র।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার ৫টি আসনে ৩০জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে ২০ জনের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়।

প্রতিনিধি/এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর