নোয়াখালীর হাতিয়ায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সচেতন নাগরিক সমাজ–হাতিয়া’।
শনিবার (৩ জানুয়ারি) বাদ আছর হাতিয়া উপজেলার আর্শাদ আলী মিয়াজী জামে মসজিদ মাঠে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিজ্ঞাপন
হাতিয়া পৌরসভার ছৈয়দিয়া ও চৌমুহনী এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষজন কম্বল গ্রহণ করেন।
শীতবস্ত্র বিতর অনুষ্ঠানে আলোচনা করেন 'সচেতন নাগরিক সমাজ–হাতিয়ার সাধারণ সম্পাদক মাওলানা মো. মহিববুল মাওলা, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার নিয়াজুর রহমান, সাংগঠনিক সম্পাদক ছায়েদ আহামেদ এবং কার্যনির্বাহী সদস্য আমিরুল ইসলাম প্রমুখ।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় সচেতন নাগরিক সমাজ–হাতিয়ার আয়োজনে অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন আব্দুল মোতালেব হাইস্কুলের সাবেক শিক্ষক মাওলানা মহিব্বুর রহমান।
বক্তারা বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শীত মৌসুমে এসব মানুষের কষ্ট লাঘবে বিত্তবানদের এ ধরনের উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।
বিজ্ঞাপন
উল্লেখ্য: শিক্ষা ও শৃঙ্খলায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় নিয়ে ২০১৪ সাল থেকে ‘সচেতন নাগরিক সমাজ–হাতিয়া’ নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় প্রতিবছর শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান এবং বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।
প্রতিনিধি/ এজে

