নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বৈদ্যুতিক খুঁটির নিচে দুই হাত ঝলসানো ও গলাকাটা অবস্থায় মো. রিপন মিয়া (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) ভোরে উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনের জমিতে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
রিপন মিয়া উপজেলার কালেঙ্গা গ্রামের মৌলা মিয়ার ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ধারণা- রিপনসহ একটি চক্রের কয়েকজন মিলে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়েছিল। খুঁটিতে উঠে ট্রান্সফরমার খোলার সময় উচ্চ ক্ষমতাসম্পন্ন ভোল্টেজের স্পর্শে রিপনের দুই হাত ঝলসে যায় এবং তিনি মাটিতে পড়ে যান। পরে ধরা পড়ে অন্যদের নাম পরিচয় প্রকাশের ভয়ে সঙ্গীরা রিপনকে গলাকেটে হত্যা করে পালিয়ে গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় ৩০০ মিটার দূরে একটি সরকারি (বিএডিসি) সেচ মোটরের জন্য স্থাপিত বৈদ্যুতিক খুঁটি রয়েছে। ওই খুঁটিতে তিনটি উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার বসানো ছিল। খুঁটিতে ওঠার জন্য লাগানো লোহার রড ঘটনাস্থলে পাওয়া গেছে। খুঁটিতে উঠে ট্রান্সফরমার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রিপন। এতে তার দুই হাত ঝলসে যায়। ধরা পড়ে অন্যদের নাম পরিচয় প্রকাশ করে দেওয়ার ভয়েই সঙ্গীরা রিপনকে গলাকেটে হত্যা করে রেখে যায়।
এ বিষয়ে ওসি মেহেদী মাকসুদ বলেন, লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে পুলিশ। আশা করা হচ্ছে দ্রুত সময়ে ঘটনার রহস্য উদঘাটনসহ অভিযুক্তদের গ্রেফতার করা হবে।
প্রতিনিধি/এসএস

