সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বগুড়ায় সাবেক এমপি মোশাররফসহ ১০ জনের প্রার্থিতা বৈধ

জেলা প্রতিনিধি, বগুড়া
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:৩১ পিএম

শেয়ার করুন:

বগুড়ায় সাবেক এমপি মোশাররফসহ ১০ জনের প্রার্থিতা বৈধ

বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন ও বিএনপির সাবেক এমপি গোলাম মোহাম্মদ সিরাজসহ ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়ছে।

শনিবার (৩ জানুয়ারী) বিকেলে বগুড়া-৪ ( কাহালু- নন্দীগ্রাম) ও বগুড়া- ৫( শেরপুর- ধুনট) আসনে মনোনয়ন যাচাই-বাছাইকালে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা  তৌফিকুর রহমান। 


বিজ্ঞাপন


বগুড়া-৪ (নন্দীগ্রাম ও কাহালু) আসনে পাঁচজন প্রার্থীর সবার মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে৷ 

বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির সাবেক এমপি মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, এলডিপির কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহা. ইদ্রিস আলী। 

বগুড়া-৫ আসনের বৈধ প্রার্থীরা হলেন- বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ, জামায়াতে ইসলামীর দবিবুর রহমান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি( সিপিবি) শিপব কুমার রবিদাস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মীর মো. মাহমুদুর রহমান।

এছাড়া শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জমা না দেওয়া এবং সম্পদের বিবরণী ফরম দাখিল না করায় বগুড়া-৫ (শেরপুর ও ধুনট) আসনে এলডিপির খান কুদরত ই সাকলাইন এর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর