সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

মির্জাগঞ্জে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার ‎

জেলা প্রতিনিধি, পটুয়াখালী 
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৭:১৬ পিএম

শেয়ার করুন:

মির্জাগঞ্জে ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেফতার ‎

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ জোমাদ্দারকে (৩৬) গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন


বিষয়টি নিশ্চিত করে মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন নূরুল ইসলাম। 

সোহাগ জোমাদ্দার পশ্চিম সুবিদখালী গ্রামের মো. সুলতান জোমাদ্দারের পূত্র।

মির্জাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খাঁন নূরুল ইসলাম জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

আরো বলেন, তিনি একটি রাজনৈতিক মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন। গ্রেফতার সোহাগ জোমাদ্দারকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর