সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল

জেলা প্রতিনিধি, রাজশাহী
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৯ পিএম

শেয়ার করুন:

রাজশাহীতে ৫০ শতাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাই সম্পন্ন হয়েছে। বাছাইয়ে মোট ৫০ শতাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আখতার এসব মনোনয়ন বাছাই সম্পন্ন করেন।


বিজ্ঞাপন


জেলা প্রশাসন ও রিটার্নিং অফিস থেকে জানানো হয়, রাজশাহীর ৬টি আসনে মোট মনোনয়ন জমা দিয়েছিলেন ৩৮ জন। এরমধ্যে বৈধ হয়েছে ১৯ জনের। আর বাকি ১৯ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ি) আসনে সর্বোচ্চ ৭ জনের মনোনয়ন বাতিল হয়। সেখানে বাতিলের তালিকায় বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হতে চাওয়া সুলতানুল ইসলাম তারেকের নামও রয়েছে। আর রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে সর্বনিম্ন একজনের মনোনয়ন বাতিল হয়।

আরও পড়ুন

মেহেরপুরে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, একইদিনে গণভোট বিষয়ে সাংবাদিকদের ট্রেনিং করানো হবে। তারা প্রশিক্ষণ নিয়ে গণভোটের প্রচারণা চালাবেন। এছাড়া বিভিন্নভাবে প্রচারণা চলবে।

thumbnail_raj2


বিজ্ঞাপন


উল্লেখ্য, রাজশাহী-২ (সদর) আসন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। এ আসনে  প্রয়াত খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা এবং সাবেক মেয়র ও সাবেক এমপি মিজানুর রহমান মিনু নির্বাচনে ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছেন। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী। তাদেরও মনোনয়ন বৈধ হয়েছে। বাছাই সংক্রান্ত রাজশাহী জেলা প্রশাসকের অফিসে এ দিনের সভায় সব প্রার্থী উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এসএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর