সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

আগামী সংসদ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ: জোনায়েদ সাকি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম

শেয়ার করুন:

আগামী সংসদ হচ্ছে মানুষের আকাঙ্খা বাস্তবায়নের সংসদ: জোনায়েদ সাকি

আগামী যে সংসদ হচ্ছে তা মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ বলে জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

শনিবার (৩ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।


বিজ্ঞাপন


জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করেন।

জোনায়েদ সাকি বলেন, আগামী সংসদ হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সংসদ। সেজন্যই এ সংসদ কিন্তু সংবিধান সংস্কার পরিষদেরও নির্বাচন। এটি একইসঙ্গে যেমন জাতীয় সংসদ নির্বাচন, তেমনি সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন।

তিনি বলেন, যে জুলাই জাতীয় সনদ তৈরি হয়েছে তার ভিত্তিতে আগামী সংসদে আমাদের সংবিধান সংস্কার হবে। তার ভিত্তিতে বাংলাদেশ পরিচালিত হবে। সেই গুরুত্বপূর্ণ একটি সংসদে সবাই যেন ভোট দিতে পারে সেই পরিবেশ রক্ষা করা; আমরা যেন একটা সুস্থ ও শান্তিপূর্ণ প্রতিযোগিতার মধ্য দিয়ে জনগণের ভোটে যারাই নির্বাচিত হোক, তারা সংসদে গিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারে, তাদের জন্য কাজ করতে পারে- সেই বাস্তবতা তৈরি করা আমাদের মূল লক্ষ্য।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনটি জোটের শরিক দল গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির জন্য ছেড়ে দিয়েছে বিএনপি।


বিজ্ঞাপন


প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর