সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

বাগেরহাটে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ২৭

জেলা প্রতিনিধি, বাগেরহাট
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম

শেয়ার করুন:

বাগেরহাটে  ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ২৭

বাগেরহাটে আসন্ন সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপি ও তথ্য গরমিলের কারণে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে মনোনয়ন দাখিল করেছেন ৩২ জন প্রার্থীর কাগজপত্র পর্যালোচনা করা হয়। এর মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন দুপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।


বিজ্ঞাপন


বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারি উপজেলা): এই আসনে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

বাতিল প্রার্থীরা হলেন,  স্বতন্ত্র প্রার্থী এস এম মুশফিকুর (ভোটের শতকরা হিসাবের গরমিল), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুজিবুর রহমান শামীম (ঋণ খেলাপি), জাতীয় পার্টির প্রার্থী গোলাম সরোয়ার (ঋণ খেলাপি)।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া উপজেলা): এ আসনে মোট ৮ জন প্রার্থীর মধ্যে লেবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-এর প্রার্থী মো. হাসান ইমাম লিটুর মনোনয়ন ঋণ খেলাপির কারণে  বাতিল করা হয়।

বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা উপজেলা): এ আসনে মনোনয়ন দাখিলকারী ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞাপন


বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা উপজেলা): ৬ জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী কাজী খাইরুজ্জামান শিপন মনোনয়ন বাতিল করা হয়েছে ভোটারের স্বাক্ষর মিল না থাকায়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মো. বাতেন বলেন, বাগেরহাট জেলার চারটি সংসদীয় আসন থেকে মোট ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

 যাচাই-বাছাই প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের আইন ও বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। ঋণ খেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে প্রয়োজনীয় ভোটের তথ্যের গরমিল থাকায় পাঁচজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

তিনি আরও বলেন, বাতিলকৃত মনোনয়ন প্রার্থীরা নির্বাচন কমিশনে আগামী ৫ জানুয়ারি থেকে আপিল করতে পারবেন।

প্রতিনিধি/ এজে

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর