মেহেরপুরের গাংনী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমাজসেবা দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি হাসপাতাল বাজার প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
বিজ্ঞাপন
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় এবারের সমাজসেবা দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল- ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়’।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলী।
আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল আল আজিজ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নুরউল্লাহ, বাংলাদেশ সোনালী ব্যাংক উপজেলা পরিষদ শাখার ব্যবস্থাপক বজলুল হুদা, দারুচ্ছুসুন্নাত এতিমখানার সুপার রুহুল আমিন এবং পিএসকেএস-এর প্রকল্প পরিচালক কামরুল আলম প্রমুখ।
এ সময় বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা, বিভিন্ন মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এসএস

