ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে মোট ১৫ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। চারজন প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ থাকার কারণে বাতিল করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টায় মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ বৈধ প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেন। অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজির আহমেদ উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
যাদের মনোনয়ন পত্র বাতিল হয়েছে তারা হলেন, মাগুরা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী কুতুব উল্লাহ হোসেন মিয়া কুটি, গণফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং মাগুরা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার এপিএস মোয়াজ্জেম হোসেন ও জাতীয় পার্টির প্রার্থী মশিউর রহমান।
নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা ১১ জানুয়ারি পর্যন্ত উচ্চ আদালতে আপিল করতে পারবেন।
প্রতিনিধি/ এজে

