আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টার অভিযোগে রংপুরের শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন ওরফে মেরিল সুমনকে (৩৬) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী।
বিজ্ঞাপন
এর আগে মেরিল সুমনকে ২ জানুয়ারি (শুক্রবার) রাতে ঠাকুরগাঁও সদর থানার কিসমত দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মেরিল সুমন রংপুর নগরীর শালবন এলাকার আবু হানিফের ছেলে। পুলিশের রেকর্ড অনুযায়ী, তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ডাকাতিসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় ৯টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার মেরিল সুমন দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার, চাঁদাবাজি এবং অর্থের বিনিময়ে প্রতিপক্ষকে ঘায়েল করার মতো কর্মকাণ্ডে জড়িত। সম্প্রতি সে আসন্ন নির্বাচনে প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর গোপন পরিকল্পনার সঙ্গে জড়িত। বিষয়টি গোয়েন্দা তথ্যে জানার পর তাকে গ্রেফতারে বিশেষ তৎপরতা শুরু হলে সে এলাকা ছেড়ে ঠাকুরগাঁওয়ে আত্মগোপন করে। সেখান থেকেই তার ক্যাডার বাহিনীকে সংগঠিত করার অপচেষ্টা চালায় মেরিল সুমন। পরে গোপন সংবাদের ভিত্তিতে ২ জানুয়ারি শুক্রবার রাতে ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় মহানগর ও ঠাকুরগাঁও ডিবি পুলিশের যৌথ দল।
বিজ্ঞাপন
রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানায়, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপতৎপরতা ও সহিংসতা রুখে দিতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সেই অভিযানের অংশ হিসেবে মেরিল সুমনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মেরিল সুমনকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/টিবি

