শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যাচেষ্টার শিকার এক ওষুধ ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
টানা তিনদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিজ্ঞাপন
নিহতের নাম খোকন দাস। তিনি ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে একজন ওষুধ বিক্রেতা ও মোবাইল ব্যাংকিং সেবাদাতা বিকাশের এজেন্ট হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে খোকন দাসের ওপর অতর্কিত হামলা চালানো হয়। দুর্বৃত্তরা প্রথমে তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ সময় তিনি হামলাকারীদের চিনে ফেললে নিশ্চিতভাবে হত্যার উদ্দেশ্যে তার শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা। খোকন দাসের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। বৃহস্পতিবার দুপুরে তার শরীরের ক্ষতস্থানে অস্ত্রোপচার করা হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি। অবশেষে শনিবার সকালে তিনি মারা যান।
এ ঘটনায় বৃহস্পতিবার গভীর রাতে নিহতের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে ডামুড্যা থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)-কে আসামি করা হয়েছে।
খোকন দাসের মৃত্যুতে এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে। স্বজন ও এলাকাবাসী দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন বলেন, চিকিৎসাধীন অবস্থায় ভুক্তভোগীর মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। মামলার তদন্ত কার্যক্রম চলছে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
প্রতিনিধি/টিবি

