সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

ঋণখেলাপি হওয়ায় অন্তরা হুদার মনোনয়নপত্র বাতিল 

উপজেলা প্রতিনিধি, দোহার (ঢাকা)
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০২:১৯ পিএম

শেয়ার করুন:

ঋণখেলাপী হওয়ায় অন্তরা হুদার মনোনয়নপত্র বাতিল 

ঋণখেলাপি হওয়ায় ঢাকা-১ আসনের (দোহার-নবাবগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সহকারী রিটার্নিং কর্মকর্তা মাইদুল ইসলাম মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে অন্তরা সেলিমা হুদার প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।


বিজ্ঞাপন


প্রার্থিতা বাতিলের বিষয়ে অন্তরা হুদার নির্বাচন সমন্বয়কারী আক্কাস আলী খান জানান, ‘ঋণখেলাপি দেখিয়ে আমাদের প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হলেও আমরা তা ফিরে পাওয়ার জন্য যথাসময়ে আপিল করব। আমরা আশাবাদী যে আপিলে প্রার্থিতা ফিরে পাব।’

অন্তরা হুদা ২০২৪ সালের জাতীয় নির্বাচনে তৃণমূল বিএনপি থেকে মুন্সিগঞ্জ-১ আসনে (শ্রীনগর ও সিরাজদিখান) ‘সোনালী আঁশ’ প্রতীকে নির্বাচন করেছিলেন। এবার তিনি ঢাকা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর