সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ঢাকা

অসুস্থ দুই ভর্তিচ্ছু, চবি মেডিকেল সেন্টারেই নিলেন পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, চবি
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ০২:১১ পিএম

শেয়ার করুন:

অসুস্থ দুই ভর্তিচ্ছু, চবি মেডিকেল সেন্টারেই নিলেন পরীক্ষা
চাকসুর সহছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতার সহযোগিতায় মেডিকেল সেন্টারে বসেই পরীক্ষা দিচ্ছেন কোহিনূর ও সাদিয়া। ছবি: ঢাকা মেইল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন দুই শিক্ষার্থী। মানবিক বিবেচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের চবি মেডিকেল সেন্টারেই পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ ব্যবস্থা করে দিয়েছে।

আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ শিক্ষার্থীরা হলেন চট্টগ্রাম মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করা কুহিনূর আক্তার এবং লক্ষ্মীপুরের রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজ থেকে আসা সাদিয়া আক্তার।


বিজ্ঞাপন


প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, তাদের পরীক্ষা নির্ধারিত সময়ের আধা ঘণ্টা বিলম্বে শুরু হয়। বেলা ১১টা ৪৫ মিনিটে শুরু হয়ে তাদের পরীক্ষা শেষ হয় দুপুর ১২টা ৪৫ মিনিটে।

চাকসুর সাবেক সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা জানান, পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর দুই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একজন দীর্ঘ ভ্রমণের ধকল সহ্য করতে না পেরে অসুস্থ হন এবং অপরজন কেন্দ্রে বমি করতে থাকেন। তাৎক্ষণিকভাবে তাদের চবি মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়।

চবি মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাঈদা আকতার শাহনাজ বলেন, ‘খাবার না খাওয়া এবং পর্যাপ্ত ঘুমের অভাবে শিক্ষার্থীরা শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন। তারা একাধিকবার বমি করায় তাদের বমি প্রতিরোধক ওষুধ, অক্সিজেন ও স্যালাইন দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থাতেই তারা পরীক্ষায় অংশ নেন।’

অসুস্থ শিক্ষার্থীদের পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. মঈনুদ্দিন। তিনি জানান, কুহিনূর আক্তারের নির্ধারিত পরীক্ষা কেন্দ্র ছিল জীববিজ্ঞান অনুষদ ভবনে এবং সাদিয়া আক্তারের কেন্দ্র ছিল নতুন কলা ও মানববিদ্যা অনুষদ ভবনে (শহিদ হৃদয় তরুয়া ভবন)। খবর পেয়ে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন মেডিকেল সেন্টারে গিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নেন।


বিজ্ঞাপন


উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘ভর্তি পরীক্ষা দিতে এসে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ায় আমরা দ্রুত তাদের চিকিৎসার পাশাপাশি মেডিকেল সেন্টারেই পরীক্ষা দেওয়ার বিশেষ সুযোগ করে দিয়েছি।’

শনিবার বেলা ১১টা ১৫ মিনিট থেকে ১২টা ১৫ মিনিট পর্যন্ত ‘ডি’ ইউনিটের মূল পরীক্ষা অনুষ্ঠিত হয়। সমাজবিজ্ঞান, আইন, শিক্ষা এবং ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত (পরিবর্তিত হতে পারে) বিভিন্ন বিভাগ নিয়ে গঠিত এই ইউনিটের ৮৪৯টি সাধারণ আসনের বিপরীতে লড়ছেন ৫১ হাজার ৫০৬ জন পরীক্ষার্থী। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৬১ জন ভর্তিচ্ছু।

প্রতিনিধি/একেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর