শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

জেলা প্রতিনিধি, শরীয়তপুর
প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৬, ১১:৪২ এএম

শেয়ার করুন:

শরীয়তপুর–চাঁদপুর রুটে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাময়িক অচলাবস্থার পর আবারও সচল হলো শরীয়তপুর–চাঁদপুর নৌরুট।

শনিবার (৩ জানুয়ারি) সকাল পৌনে ১১টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।


বিজ্ঞাপন


এর আগে শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে হঠাৎ কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এতে উভয় ঘাটে যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়, চরম ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের উপ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন ঢাকা মেইলকে বলেন, প্রচণ্ড কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি ছিল। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

তিনি আরও জানান, সকাল থেকে কুয়াশা ধীরে ধীরে কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বেলা পৌনে ১১টা থেকে ফেরি চলাচল পুণরায় শুরু করা হয়। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে মোট ৬টি ফেরি চলাচল করছে।

এদিকে, ফেরি চলাচল শুরু হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রী ও চালকরা। তাদের প্রত্যাশা, আবহাওয়া অনুকূলে থাকলে আগামীতেও এই গুরুত্বপূর্ণ নৌপথে নির্বিঘ্নে চলাচল অব্যাহত থাকবে।

প্রতিনিধি/টিবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর