ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের আগেই ‘কলস’ প্রতীকে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর বিরুদ্ধে।
গতকাল শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে লালপুর উপজেলার গোপালপুর বাজারে নির্বাচনী গণসংযোগে অংশ নেন স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু ও তাঁর কর্মী-সমর্থকেরা। গণসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে নানা সমালোচনা শুরু হয়।
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায়, টিপুর কর্মী ও সমর্থকেরা মাথায় ‘কলস’ নিয়ে বাজারে হ্যান্ডমাইকে স্লোগান দিচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কলস প্রতীকে ভোট চাচ্ছেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকেও ভোটারদের সঙ্গে গণসংযোগ করতে দেখা যায়।
এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেন, ‘বিষয়টি সমর্থকদের ভুলবশত হয়ে গেছে। এখন পর্যন্ত আমি আনুষ্ঠানিকভাবে কোনো প্রতীক বরাদ্দ পাইনি।’
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল, কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি। তবে প্রার্থীকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে নির্বাচনী আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিনিধি/একেবি

