নাটোর–নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নলডাঙ্গা উপজেলার মহিষমাড়ি এলাকায় নাশকতার চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তারা সড়কে আগুন দেয়। খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
সেখান থেকে বিপজ্জনক সরঞ্জামও উদ্ধার করে পুলিশ। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি জানার পরপরই ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুলের ছবি সম্বলিত ব্যানারসহ ককটেল ও পেট্টোল বোমা উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, পুলিশ ঘটনাস্থল থেকে ৫টি ককটেল ও ৫টি পেট্টোল বোমা উদ্ধার করেছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। উদ্ধার করা ককটেলগুলো পরে নিষ্ক্রিয় করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/এমআই

