সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় মুন্সিগঞ্জের শ্রীনগরে একযোগে শত কণ্ঠে সমবেত প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
শুক্রবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বাইপাস এলাকায়, শ্রীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় প্রায় পাঁচশতাধিক সনাতন ধর্মাবলম্বী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এ মঙ্গল প্রার্থনা।
বিজ্ঞাপন
এ সময় প্রয়াত সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি ও মুন্সিগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ।
তিনি বলেন, আমরা হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিষ্টান সবাই মিলে এদেশ স্বাধীন করেছি। তাই সবাই আমরা বাংলাদেশি। আমাদের ভেতরে কোনো ভেদাভেদ নাই। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে সবাই আমরা শান্তিতে থাকবো। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পৃথিবীর সবাই শোক জানিয়েছেন।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘সিরাজদিখান ও শ্রীনগরে প্রায় ৮০-৯০ হাজার সনাতন ধর্মাবলম্বী রয়েছেন। সবাই আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। মুন্সিগঞ্জ-১ আসনে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সব ধর্মের লোকদের নিয়ে আমি আসনটাকে সুন্দর করে গড়ে তুলবো- ইনশাআল্লাহ।
এছাড়া ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে আগামীর নতুন শান্তি সুখের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করে যাওয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন- সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী খান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সিরাজদিখান উপজেলার সভাপতি বিমল চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস দাস, শ্রীনগর উপজেলার সাধারণ সম্পাদক তাপস কুমার দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জ্ঞানদ্বীপ ঘোষ, উত্তম ঘোষ, রীনা দেবী ও শ্রী রতন চন্দ্র মন্ডলসহ সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।
প্রতিনিধি/এমআই

